বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০১৯

‘হোয়াট মেন ওয়ান্ট’ নিয়ে উইনডি


হলিউডে ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কমেডি ঘরানার ‘হোয়াট মেন ওয়ান্ট’ ছবিটি। মুক্তির পাঁচ দিন পরও ছবিটি হলিউডের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। ২০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ছবিটি এরই মধ্যে ২১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অ্যাডাম সেনকম্যান পরিচালিত ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন করে হলিউডে আলোচিত হচ্ছেন উইনডি ম্যাকলেন্ডিং কভে। ছবিতে অলিভিয়া চরিত্রে অভিনয় করেছেন ম্যাকলেন্ডিং।

কমেডি চরিত্রে অভিনয়ের জন্য এর আগেও জনপ্রিয়তা পেয়েছিলেন ম্যাকলেন্ডিং। ক্যারিয়ার শুরু করেন কমেডি সিরিজ ‘রেনো ২১১’ এ অভিনয়ের মধ্য দিয়ে। সিরিজটি টানা পাঁচ বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিরিজে অভিনয়ের পাশাপাশি অভিষেক করেন হলিউডে। ‘লাভস্প্রিং ইন্টারন্যাশনাল’ ছবিতে কমেডি ম্যাকলেন্ডিং সাবলীল অভিনয় করে সবার নজর কাড়েন। ২০১১ সালে কমেডি ছবি ‘ব্রাইডমেডস’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে হলিউডে নিজের আসন পোক্ত করেন। এরপর এগিয়ে যাওয়ার পালা। হলিউডে একে  একে অভিনয় করেন ‘হোয়াইট টু এক্সপেক্ট হয়েন ইউ আর এক্সপেক্টিং’ (২০১২), ‘দ্য সিঙ্গেল মমস ক্লাব’ (২০১৪), ‘ব্লেনডেড’ (২০১৪), ‘থিংক লাইক এ ম্যান টু’ (২০১৪), ‘হ্যালো মাই নেম ইজ ডরিস’ (২০১৫), ‘গোজবাস্পস টু’ - হান্টেড হ্যালোইন (২০১৮)-এর মতো জনপ্রিয় ছবিগুলোয়। গেল বছরের ‘গোজবাস্পস টু’-হান্টেড হ্যালোইন ছবিটি সুপারহিট ব্যবসা করে। নতুন বছরে আরো একটি নতুন ছবিতে অভিনয় করছেন উইনডি ম্যাকলেন্ডিং। ছবির নাম ‘ইমেজিনারি অর্ডার’। এটিও কমেডি ঘরানার ছবি। কমেডি ছবিতে অভিনয়ের ব্যাপারে উইনডি জানান, ‘সবাই সব ধরনের ছবিকে কিংবা সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারে না। সবার অভিনয়ের আলাদা একটা নিজস্ব জায়গা থাকে। আমি মনে করি, কমেডি চরিত্রে আমার অভিনয় আমি ফুটিয়ে তুলতে পারি।’ হলিউড ছাড়াও ছোটপর্দায় নতুন একটি কমেডি সিরিজে অভিনয় করছেন উইনডি। ‘স্কুলিড’ নামের এই সিরিজটিতে স্কুল টিচার বেভারলি গোল্ডবার্গের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১