বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০১৯

বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার, পাকিস্তান হাইকমিশনারকে তলব

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার সংগৃহীত ছবি


সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে।

আজ মঙ্গলবার শাহ ফয়সাল কাকারকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) তারিক মোহাম্মদ পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কঠোর ভাষায় লিখিত প্রতিবাদলিপি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তান সরকারের একটি ওয়েবসাইটে থাকা অশালীন মন্তব্য নিজেদের নজরে আসার পরই পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি দূতকে তলব করল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১