বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০১৯

প্রধানমন্ত্রী চাইলেই মুক্তি পাবেন খালেদা জিয়া : রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ফাইল ছবি


বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সবাই জানে যে প্রধানমন্ত্রীই সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলেই খালেদা জিয়া মুক্তি পাবেন।’

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সারাদেশে থানায় থানায় পুলিশি নিপীড়ন আরো বৃদ্ধি পেয়েছে। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যেসব গায়েবি মামলা দায়ের করেছিল সেসব মামলায় চার্জশিট দেয়ার নামে ব্যাপক বাণিজ্য চলছে।

রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার অসুস্থতা আরো বেড়েছে। তার সুচিকিত্সার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাকে না দেয়া হচ্ছে মুক্তি, না সুচিকিৎসা।

এসময় কারাবন্দী খালেদা জিয়া, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন নবী সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, আসলাম চৌধুরী, ফজলুল হক মিলনসহ হাজারো নেতাকর্মীর মুক্তির দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সাহিদা রফিক, শওকত মাহমুদ, আব্দুস সালাম আজাদ, মুনীর হোসেন, রফিক হাওলাদার, আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১