আপডেট : ১১ February ২০১৯
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবাহের দায়ে শিক্ষকসহ ৯ জনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। র্যাব জানায়, চলমান এসএসসি পরীক্ষায় মাদ্রসারা বোর্ডের ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল আজ। পরীক্ষা শুরু হওয়ার পর গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া ফাজিল মাদ্রসা কেন্দ্রে বাইরে থেকে নকল সরবরাহ করছিল শিক্ষকসহ বেশ কয়েকজন ছাত্র। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১