বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০১৯

স্মার্টওয়াচে আগ্রহী গুগল

স্মার্টওয়াচে আগ্রহী গুগল ছবি : ইন্টারনেট


স্মার্টওয়াচ বাজারে প্রবেশের পরিকল্পনা করছে গুগল। সম্প্রতি এ বিভাগের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এরই সূত্র ধরে গুগলের এ পরিকল্পনার কথা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্মার্টওয়াচ বিভাগে কাজ করার জন্য ভাইস প্রেসিডেন্ট, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডিজাইন ম্যানেজার খুঁজছে গুগল।

নিয়োগ পেতে যাওয়া ভাইস প্রেসিডেন্ট পুরো বিভাগেরই নেতৃত্ব দেবেন। এ ছাড়া ডিভাইসের ডিজাইন নির্ধারণ ও এসব ডিভাইস ঠিকঠাকভাবে বাজারে সরবরাহের কাজটিও তিনি দেখভাল করবেন। স্মার্টওয়াচটি কী কাজে ব্যবহার করা হবে, এতে কী ধরনের ফিচার থাকবে এবং দাম কেমন হবে তা নির্ধারণের দায়িত্বও পড়বে ভাইস প্রেসিডেন্টের ওপর। ডিজাইন ম্যানেজারের কাজ হবে ডিভাইসটির ডিজাইন করা।

স্মার্টওয়াচ তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই গুগলের। তাই জানুয়ারিতে চার কোটি মার্কিন ডলারে ঘড়ি নির্মাতা কোম্পানি ফসিলের কাছ থেকে স্মার্টওয়াচের মেধাস্বত্ব সম্পত্তি কিনে নেয় তারা।

গুগলের স্মার্টওয়াচের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য জানা যেতে পারে মে মাসে অনুষ্ঠিতব্য গুগল আইও কনফারেন্সে। ধারণা করা হচ্ছে, পিক্সেল ব্র্যান্ডের নাম নিয়েই বাজারে আসবে গুগলের স্মার্টওয়াচ।

বর্তমানে শীর্ষ তিন স্মার্টওয়াচ নির্মাণকারী কোম্পানি হলো এলজি, হুয়াওয়ে ও ফসিল।

উল্লেখ্য, স্মার্টওয়াচের জন্য প্রায় চার বছর আগে অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ চালু করেছিল গুগল। অ্যান্ড্রয়েড ওয়্যার নামক এ সংস্করণ ব্যবহার করে বর্তমানে একাধিক প্রতিষ্ঠান স্মার্টওয়াচ তৈরি করছে। তবে এ দীর্ঘ সময়ও স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করতে পারেনি প্রতিষ্ঠানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১