বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০১৯

মহাকাশে যাবে থ্রিডি প্রিন্টেড রকেট ইঞ্জিন

থ্রিডি প্রিন্টেড রকেট ইঞ্জিন ছবি : ইন্টারনেট


মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ওরবেক্স এবার থ্রিডি প্রিন্টেড রকেট ইঞ্জিন তৈরি করেছে। ২০২১ সালে নতুন এই ইঞ্জিনচালিত রকেট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ওরবেক্স দাবি করেছে, এটি এখন পর্যন্ত বানানো বিশ্বের সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টেড রকেট ইঞ্জিন।

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের এক প্রতিবেদনে জানিয়েছে, এই রকেট ইঞ্জিন একবারেই তৈরি করা হয়েছে। আলাদা আলাদা অংশ তৈরি করে জোড়া দেওয়া হয়নি। ফলে জোড়া ও ঝালাইয়ের অংশগুলোয় যে দুর্বলতা থাকে তা থাকবে না এতে। এ ছাড়া রকেটের বডিও বানানো হয়েছে বিশেষভাবে তৈরি হালকা কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ দিয়ে। ওরবেক্সের পক্ষ থেকে বলা হয়, ২০২১ সালে সুরে টেকনোলজি লিমিটেড থেকে পরীক্ষামূলক ভর নিয়ে রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

ইঞ্জিনটি বায়োপ্রোপেন জ্বালানি দিয়ে চলবে যা অন্যান্য রকেট জ্বালানির চেয়ে বিশুদ্ধ। ফলে কার্বন নির্গমন অনেক কমবে। এই জ্বালানি শতভাগ পুনঃব্যবহারযোগ্য এবং এতে কার্বন নির্গমন ৯০ শতাংশ কমবে।

রকেটটির জন্য স্কটল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ফরেস মুরেতে দুই হাজার বর্গমিটারের একটি প্রধান কার্যালয় বানিয়েছে ওরবেক্স। এতে এই অঞ্চলে ১৩০ জনের কর্মসংস্থান তৈরি হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১