বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০১৯

বইমেলা প্রতিদিন

এলিয়েনের সঙ্গে আড্ডা

তরুণ কথাশিল্পী রনি রেজার প্রথম গল্পগ্রন্থ এলিয়েনের সঙ্গে আড্ডা’র মোড়ক উন্মোচন ছবি : বাংলাদেশের খবর


তরুণ কথাশিল্পী রনি রেজার প্রথম গল্পগ্রন্থ এলিয়েনের সঙ্গে আড্ডা’র মোড়ক উন্মোচন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বইমেলা প্রাঙ্গণের নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করেন চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ। উপস্থিত ছিলেন সাংবাদিক হায়দার হোসেন, প্রকাশক এবিএম হেলাল, কবি জায়েদ হোসেন লাকী, কবি মাহবুব মিত্র, কবি অরবিন্দ চক্রবর্তী, পরিচালক শিল্পী মাহমুদা, আবৃত্তিকার ও উপস্থাপক ফারজানা ইসলাম, অভিনেত্রী ইয়াসমীন নীলুফার, সাংবাদিক সাইফুল ইসলাম মাছুম প্রমুখ।

অনুপম হায়াৎ বলেন, বর্তমান বাংলা সাহিত্যে ভালো মানের গল্পকারের সংখ্যা খুবই কম। এমন সময়ে একজন রনি রেজার আগমন খুবই আনন্দদায়ক। এলিয়েনের সঙ্গে আড্ডা বইটি ১০টি গল্প দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি গল্পেই রয়েছে জীবনবোধ। শক্তিমান এ লেখকের মঙ্গল কামনা করছি।

বইয়ের লেখক রনি রেজা বলেন, সাহিত্য শুধু পাঠ্যবিষয় নয়, এটি সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখতে পারে। বাস্তবিক জীবনের এমন কিছু ঘটনা থাকে যা কল্পনাকেও হার মানায়। আবার কল্পলোকেরও অনেক বিষয় আমাদের দৈন্দিন জীবনে লেপ্টে থাকে; আমরা হয়তো বুঝতেই পারি না। এসব বিষয় নিয়েই একটু ভিন্নভাবে কল্পনার প্রলেপ দিয়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ বইটিতে। পাঠক প্রতিটি গল্পেই ভিন্নরকম কিছু পাবে বলে আশা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১