আপডেট : ১০ February ২০১৯
অভ্যন্তরীণ বাজার থেকে চলতি বছর আমন মৌসুমে এ পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার টন আমন চাল সংগ্রহ করেছে সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৬ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সময় শেষ হওয়ার ২০ দিন আগেই তা প্রায় পূরণ হয়ে গেছে। এ জন্য চলতি মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা আরো এক লাখ টন বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপু বলেন, সরকারের সদিচ্ছা ও বাজার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের বেশ আগেই লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে গেছে। এ জন্য আমনের লক্ষ্যমাত্রা আপাতত আরো এক লাখ টন বাড়ানো হয়েছে। জানা গেছে, সরকারি খাদ্যশস্যের মজুত গড়ে তোলার ক্ষেত্রে বোরোর পরই আমনের অবস্থান। অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি আমন মৌসুমে চাল সংগ্রহের মাধ্যমে মজুত গড়ে তোলে সরকার। এ মজুত থেকে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে খাদ্যশস্য বিতরণ করে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে চাল ও গমের মোট মজুত ১৫ লাখ ৩৪ হাজার টন। এর মধ্যে চাল ১৩ লাখ ৫৬ হাজার ও গম ১ লাখ ৭৭ হাজার টন। গত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ লাখ ৬৫ হাজার ৫৩২ টন আমল চাল সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট সূত্রে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১