বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০১৯

আদালতই খালেদা জিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে : তথ্যমন্ত্রী

ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছবি: ইউএনবির


আদালতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খালেদা জিয়ার এক বছর কারাবাস উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ শনিবার রাজধানীর কসমস সেন্টারে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে গত এক বছর যে আন্দোলন করেছে, তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিল।’

‘গত দশ বছরে বিএনপির রাজনীতি খালেদা ও তারেক জিয়াকে অপরাধের বিচারের হাত থেকে বাঁচানো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচন বানচাল করার অপচেষ্টাতেই সীমাবদ্ধ ছিলো, জনগণের জন্য কিছু ছিল না’, যোগ করেন ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আর ক্রমেই জনগণ থেকে দূরে সরে গেছে তারা।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপির উপদেষ্টা পদগ্রহণের আহ্বান প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘রিজভী সাহেবের এধরনের মন্তব্য কতটা শালীন, তা ভাবা জরুরি। তিনি প্রতিদিনই একটা না একটা সংবাদ সম্মেলন করে কথা বলেন শুধু লাইমলাইটে থাকার জন্য।’

এর আগে ইউএনবির এডিটর ইন চিফ এনায়েতউল্লাহ খানের সভাপতিত্বে সম্মেলনে তথ্যমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে অভিহিত করেন। তিনি ‘বানোয়াট সংবাদ’ পরিবেশন প্রতিহত করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া বিকেলে তোপখানা রোডে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির কার্যালয়ে সমিতির আলোচনা সভা ও মেধাবী শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্যমন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১