বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০১৯

আগামী ৫ বছর দেশে ব্যাপক উন্নয়ন হবে : মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সংগৃহীত ছবি


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, আগামী ৫ বছর সারাদেশে সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সেই উন্নয়নে ঢাকা-৮ আসনেও ব্যাপক উন্নয়ন হবে।

তিনি বলেন, অতীতের মতো সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের এই উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে।

রাশেদ খান মেনন তার নির্বাচনী এলাকায় সেগুন বাগিচায় আকরাম টাওয়ারে সংসদীয় অফিস উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি তাকে পুনরায় নির্বাচিত করায় নেতা-কর্মীদের অভিনন্দন ও এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহ্সান, কেন্দ্রিয় নেতা মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, মহানগর নেতা মারুফ আহমদ মনসুর, পল্টন থানার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তবা জামান পপি, শাহবাগ থানার সাধারণ সম্পাদক এ্যাড. হামিদ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১