আপডেট : ০৯ February ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কেজি গাঁজা পাচারকালে ভারতীয় নাগরিকসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। আজ শনিবার বিকেলে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে, ভারতের বিলোনিয়া জেলার রাঙ্গামুড়া থানার রাঙ্গামুড়া গ্রামের মোঃ খালেক মিয়ার ছেলে জুয়েল মিয়া ও কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার হারাধন দাসের ছেলে শ্রী লিটন দাস। কুমিল্লা ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির সদস্যরা নাটাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলারের কাছে প্যাকেটভর্তি দুই কেজি গাঁজাসহ শ্রী লিটন দাস ও জুয়েল মিয়াকে আটক করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১