বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০১৯

কলাপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

রাবনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরী দল(ডানে), উদ্ধার কাজ দেখতে উৎসুক জনতার ভিড়(বামে) ছবি : বাংলাদেশের খবর


পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ইটবোঝাই ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা সাত শ্রমিদের মধ্যে পাচঁজন সাঁতার কেটে কিনারে উঠলেও এখনও নিখোঁজ রয়েছে শ্রমিক মো. নুর ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৮)। এখনো উদ্ধার হয়নি ট্রলাটি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে কলাপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী দল ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন। উদ্ধার হওয়া শ্রমিকরা হচ্ছে মো. নাসির উদ্দিন, মো. মাসুম, মো. রাসেল, মো. তোফাজ্জেল এবং মো. মানিক। এদের বাড়ি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নিখোঁজ দুই শ্রমিকের বাড়ি একই ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে। এঘটনায় নিখোঁজ শ্রমিকদের স্বজন এবং স্থানীয় মানুষ নদীর তীরে ভীড় করে আছে।

উদ্ধার হওয়া শ্রমিক মো. মানিক জানায়, শুক্রবার শেষ বিকালে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের মো. রুহুল আমীন এর ‘সততা’ ইটভাটা থেকে একটি ট্রলার ইট বোঝাই করে গলাচিপা যাচ্ছিলো। ওই দিন রাতে চম্পাপুর ইউনিয়নের দেবপুর ট্রলারটি নোঙর করে রখে। রাত সাড়ে ১০টার দিকে একটি বাল্কহেড এসে নোঙর করা ইট বোঝাই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাত শ্রমিকসহ ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের পাঁচ শ্রমিক উদ্ধার হলেও ওই দুই শ্রমিক শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান এবং কলাপাড়া থানার পুলিশ সদস্য, নীলগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এ্যাভোকেট মো. নাসির মাহমুদ, ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার এবং চম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার রাতে ডুবে যাওয়া ট্রলারের শ্রমিকদের উদ্ধারকারী মাছ ধরা ট্রলারের জেলে জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনে তীরে এসে পাঁচজনকে ভাসতে দেখে উদ্ধার করেন। তবে ট্রলারটি ডুবে থাকায় অন্য দুইজনকে উদ্ধার করতে পারেন নি।

ঘটনাস্থলে উপস্থিত কলাপাড়া থানার এস,আই বিপ্লব মিস্ত্রি জানান, নিমজ্জিত ট্রলারের উদ্ধার হওয়া পাঁচ শ্রমিকের মধ্যে মো. মানিক আহত হয়েছে। তাকে চিকিৎসার দেয়া হয়েছে। বর্তমানে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধার কাজ অব্যহত রয়েছে। রাবনাবাদ নদের তীরের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখাদিলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১