আপডেট : ০৯ February ২০১৯
পিরোজপুরের ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা করায় দুই নারীকে আটক করে জরিমানা করা হয়েছে। আজ শনিবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে দায়িত্বরত এস আই কামাল উদ্দিন জানান, পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের চেষ্টা করেন উপজেলার সাউথখালী গ্রামের নাসির উদ্দিন শেখের স্ত্রী কামরুন নাহার (৩২) ও মৃত আব্দুল হাকিমের মেয়ে নাবিলা আক্তার (২০) কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ কামরুন নাহারকে ৫ হাজার ও নাবিলা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সন্দেহজনক ভাবে কেন্দ্রের পাশে অবস্থান করায় দুই নারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী চালিয়ে পরীক্ষার সংশ্লিষ্ট কিছু কাগজপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১