আপডেট : ০৯ February ২০১৯
গোয়ালন্দে মাদকাসক্ত ছেলে বিল্পব খার (১৯) যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে আইনের হাতে তুলে দিয়েছেন নিরুপায় পিতা বাবর আলী খা। ঘটনাটি ঘটে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর হাবিল মন্ডল পাড়া এলাকায়। গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিপ্লব খা’কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ২ শত টাকা জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে, বিল্পবের পিতা মো. বাবর আলী খা মাদকাসক্ত ছেলের যন্ত্রণা সইতে না পেরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশক্রমে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযুক্ত বিপ্লবকে শনিবার সকালে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। অভিযোগকারী বাবর আলী জানান, তার ছেলে বিল্পব দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে আসছিলো। ইতিপূর্বে সে কয়েকবার মাদক দ্রব্য কেনার টাকা সংগ্রহ করতে না পেরে তাকে মারধর করে। ছেলেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১