বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০১৯

চুয়েট আয়োজিত সেমিনারে শিক্ষা উপমন্ত্রী

প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল ছবি : সংগৃহীত


শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল বলেছেন, শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে যাতে আমাদের মানবসম্পদকে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়।

এ ছাড়া দেশের সকল শিক্ষার্থীর মাঝে বিজ্ঞান এবং প্রযুক্তির ধারণা দিতে ১৬ বছরের নিচে সবাইকে পাঠ্যসূচিতে বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করারও একটি পরিকল্পনা আছে।

তিনি গতকাল কক্সবাজারের একটি হোটেলে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত আন্তর্জাতিক ইলেকট্ররাল কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপমন্ত্রী আরো বলেন, কক্সবাজারের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে এখানে কারিগরি শিক্ষার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় উপমন্ত্রী কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কোথাও কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোচিং বাণিজ্য বন্ধ করতে এবং শিক্ষকদের কর্মস্থলে অনুপস্থিত এবং বদলি তদবির বন্ধ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, সরকারের একার পক্ষে সব সমস্যার একসঙ্গে সমাধান করা সম্ভব না। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা বেশি প্রয়োজন।

চুয়েটের গবেষণা ও ব্যবস্থাপনা বিভাগের ডিন কৌশিক দেবের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সাহেদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) আসরাফ হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১