আপডেট : ০৮ February ২০১৯
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। এ ধাপে ১২৯টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি জানান, এই পর্যায়ে ৫টি বিভাগের ১টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট হবে। ১৮ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ সময়। যাচাই-বাছাই চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৮ মার্চ ভোটগ্রহণ। ইভিএম ব্যবহার করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ইভিএমের জন্য নীতিমালা করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে এলে কমিশন সভা করে সিদ্ধান্ত নেবে। তবে প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১