বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০১৯

বশেমুরবিপ্রবির বহিস্কৃত ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

বশেমুরপ্রবির বহিস্কৃত ৬ শিক্ষার্থী সংগৃহীত ছবি


গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) দুই শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে নির্যাতনের অভিযোগে আজীবনের জন্য বহিস্কার করা ৬ শিক্ষার্থীর নামে আইসিটি আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড.নাজমুল হক বাদী হয়ে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামীরা হলেন- ইলেট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ই.টি.ই) বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের মো. নূরুল হকের ছেলে শিপন আহম্মেদ, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দেয়াবৈ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহীন মিয়া, টাঙ্গাইলের নাগরপুর থানার বারাপুষা গ্রামের মো. আব্দুল হালিমের ছেলে নাদিম ইসলাম, শেরপুরের নকলা গ্রামের তপন কুমার ধরের ছেলে হৃদয় কুমার ধর, ভোলার কালিনাথ রায়ের বাজারের শুধাংশু ভূষণ হাওলাদারের ছেলে তূর্জয় হাওলাদার এবং ফরিদপুরের মধুখালীর পূর্ব গাড়াখোলা গ্রামের মোঃ আসাদুজ্জামান খানের ছেলে আশিকুজ্জামান লিমন।

এর আগে, গত সোমবার দুপুরে ওই ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে,  গত শনিবার রাত ৭টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র মো. রাজেশ হোসাইন শিথিল ও মাহামুদুল হাসানকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গোবরা এলাকার সোবাহান সড়কের অলি সাহেব-এর মেসের ভিতরে নিয়ে বে-আইনী ভাবে আটক করে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন, অশ্লীল বক্তব্য, অশালীন আচরণ, শারীরিক আঘাত ও হুমকি প্রদর্শন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।যা পরবর্তীতে ভাইরাল হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুজ্জামান ভূঁইয়া আজ বুধবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত সোমবারের প্রক্টরিয়াল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আজীবনের জন্য বহিস্কৃত ওই ৬ ছাত্রের নামে মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, আজ বুধবার আজীবনের জন্য বহিস্কৃত ওই ৬ ছাত্রের অভিভাবকদের নামে রেজিস্ট্রি ডাকযোগে বহিস্কারাদেশ পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১