আপডেট : ০৬ February ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ বুধবার সন্ধ্যা ৭টায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিসের প্রেস উইং। আরো জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির বৈঠক করার কথা রয়েছে। আলাদা এসব বৈঠকে তার রোহিঙ্গা শিবির পরিদর্শন, পর্যবেক্ষণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। এর আগে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখতে গতকাল সোমবার সকালে ঢাকায় আসেন ইউএনএইচসিআর এর এই বিশেষ দূত। গত দুদিন তিনি কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে দুর্দশতাগ্রস্ত রোহিঙ্গা মানুষের সঙ্গে বিশেষ করে শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। উল্লেখ্য, ২০১২ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউনিসেফের বিশেষ দূত ও বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১