আপডেট : ০৬ February ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে। তিনি আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন কালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলাম। বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, স্বাক্ষরতার হার বাড়িয়েছিলাম, অবকাঠামোগত উন্নয়ন করা হয়, ফলে মানুষের মধ্যে একটি আশার আলো জেগেছিল। কিন্তু সেই আলো নিভে যায় বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা এটাই ছিল তাদের একমাত্র কাজ।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। এখন আর বিদ্যুতের জন্য ছোটাছোটি করতে হয় না। এখন আলোর পশরা নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া হচ্ছে।’ সরকার প্রধান বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের ফলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। আর সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরাও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করছি।’ এসময় নতুন ছয়টি বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ৫৭ মেগাওয়াট। এছাড়া আজ সাবমেরিন কেবলে সন্দ্বীপে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। এর জন্য সুনির্ধারিত পরিকল্পনা নিয়ে সরকার এগিয়েযাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করে। ২০০৮ থেকে ২০১৮ একটানা দুইবার ক্ষমতায় এসে বাংলাদেশকে আজ উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নিত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘২০১৮’র নির্বাচনে জনগণ আবারও আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাদের নির্বাচিত করেছেন সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাবো।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১