আপডেট : ০৬ February ২০১৯
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয়, বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে। ফলে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর দফতরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রাখাইনে এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার লোকজন প্রাণ বাঁচাতে এখনো বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা করা দরকার সব আমরা করব। এই কাজে কানাডা আমাদের সহযোগিতা করছে। এ সময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে বলেন, ‘রাজনীতি জটিল বিষয়। এটি একটি চ্যালেঞ্জ। সমস্যা সমাধানে আমাদের অনেক কিছু করতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি। আমি সম্প্রতি রোহিঙ্গাদের সঙ্গে দেখাও করেছি। তারা সবাই চায় মিয়ানমারে ফিরতে। তবে তাদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এ সময় ‘পর্দার অন্তরালে সমস্যা সমাধানে আলোচনা চলছে কি-না’ জানতে চাইলে বব রে বলেন, ‘আলোচনা চলমান। তবে সফল হবে কি-না বলতে পারছি না। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জোর চেষ্টা চলছে। রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা ও সমাধান বের করার লক্ষ্যে এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সিরিজ বৈঠক করার জন্য গত শুক্রবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন বব রে। ইতোমধ্যে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা নির্যাতনের ফলে ২০১৮ সালের ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। বর্তমানে পুরনোসহ উখিয়া ও টেকনাফের ৩০টি শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১