আপডেট : ০৬ February ২০১৯
বিনা দোষে জাহালমের তিন বছর কারাভোগের ঘটনাটি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত কমিটি। এ ঘটনায় কারা জড়িত, কেন এ ঘটনা ঘটিয়েছে, দুদকের নয়জন তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, গ্রেফতারের সময় পুলিশের ভূমিকাইবা কী ছিল, সোনালী ব্যাংকের কর্মকর্তাদের ভূমিকা কী, তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে কি না সেসব বিষয়ে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন দুদক কমিশনার আমিনুল ইসলাম। তিনি বলেন- দুদক, পুলিশ বা ব্যাংক কর্মকর্তা যেই দায়ী হোক না কেন, তদন্ত প্রতিবেদনে পুরো চিত্র তুলে আনা হবে। হাইকোর্টের নির্দেশে সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া ২৬টি মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর রোববার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাহালম। জাহালমের কারাভোগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তার আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অপরাধ না করে জাহালমের গ্রেফতার হওয়া এবং কারাভোগের বিষয়টি ব্যাখ্যা করতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি, মামলার বাদী, স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধি ও আইন সচিবের প্রতিনিধিকে ৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের বক্তব্য শোনার পর আদালত বলেন, আপনারা অভ্যন্তরীণ ব্যবস্থা নিলে হস্তক্ষেপ করা প্রয়োজন হবে না। সেটি না হলে আদালত ব্যবস্থা নেবে। এ সময় জাহালমকে দুদক বা ব্যাংকের পক্ষ থেকে ক্ষতিপূণের নির্দেশ দেন আদালত। প্রসঙ্গত, সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা দেয় দুদক। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দুদকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাহালমের বাড়ির ঠিকানায় চিঠি পাঠায় দুদক। জাহালম সে সময় নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলে কাজ করতেন। নির্দিষ্ট দিনে দুদকে হাজিরা দিয়ে জাহালম আবার তার কর্মস্থলে চলে যান। এর দুই বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালের ওই জুট মিল থেকে জাহালমকে গ্রেফতার করে নাগরপুর থানায় আনা হয়। পরদিন তাকে টাঙ্গাইলের আদালতে তোলা হলে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন বিচারক। ৭ দিন টাঙ্গাইল কারাগারে রাখার পর তাকে কাশিমপুর-২ কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিন বছর সেখানে কারাবন্দি ছিলেন জাহালম। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গত সোমবার দুদকের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ আবদুল ওয়াদুদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১