বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০১৯

চবিতে পিঠা উৎসব ও হিম আড্ডা

আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সক্রেটিস চত্বরে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের


'প্রাণের টানে সবাই ছুটুক, ভিড়ের মুখে হাসি ফুটুক, দেখা হবে ঠিক এখানে, এই জাহিরার নিমন্ত্রণে' স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সক্রেটিস চত্বরে দ্বিতীয়বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর উদ্যোগে এ পিঠা উৎসব ও হিম আড্ডার আয়োজন করা হয়।

পিঠা উৎসবে সর্বমোট ১৪ টি স্টলে ২০০-২৫০ ধরনের পিঠার আয়োজন করে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা । এর মধ্যে ছই পাকন , কাঠাল পাতা, সূর্যমূখি, পাখি,মাছ, ঝালপুলি,বিনি এবং তালের পিঠাসহ বাহারি রঙের পিঠা ছিলো চোখে পড়ার মত।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নাচ গানে অংশগ্রহণ করে। সকাল থেকেই উৎসবে শিক্ষার্থী এবং দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মত।

আইইআর ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. বশির আহমেদ পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় ইন্সটিটিউটের শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে

জুবাইর উদ্দিন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১