আপডেট : ০৫ February ২০১৯
দিনাজপুরের ফুলবাড়ীতে চোলাই মদ নিয়ে পিকনিক পার্টির আনন্দ যাত্রা করতে গিয়ে গত সোমবার সকাল ১১টায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পিকনিক পার্টির দুইজন। আজ সোমবার সকাল এগারোটায় গোপন সূত্রে খবর পিকনিক পার্টির বাস আটক করে বাসে অবস্থানকারিদের দেহ তল্লাশীকরে তাদের দুইজনকে আটক করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া দুইজন হলেন উপজেলার বেতদীঘি ইউনিয়নের খরমপুর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মো. তৌহিদুল (৩০) ও একই ইউনিয়নের মাদিলাহাট চকএনায়েতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফ্ফর রহমানের ছেলে নূর মোহাম্মদ (৩৭)। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাদিলাহাট শতদল সংঘের সদস্যরা বার্ষিক বনভোজন করতে গতকাল সোমবার সকালে ঢাকা মেট্রো-জ-০৪-০৭০৬ নম্বরের দুরন্তপথিক নামের যাত্রীবাহী বাস নিয়ে স্বপ্নপূরীতে যাওয়ার পথে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুসাইন কবীরের নেতৃত্বে থানার সহ উপ-পরিদর্শক (এএসআই) মো. সাব্বীর হোসেন ও কনস্টেবল মো. মোকলেছুর রহমান সকাল ১১টায় থানার সামনে উক্ত শতদল সংঘের পিকনিক পার্টির বাস আটক করে বাসে অবস্থানকারিদের দেহ তল্লাশী চালান। এ সময় মো. তৌহিদুলের কোমর থেকে এক বোতল এবং নূর মোহাম্মদের কাছ থেকে এক বোতল চোলাই মদসহ তাদের সিটের নিচ থেকে আরও ২৬ বোতল চোলাইমদ জব্দসহ মোট ৬হাজার ৬৫০মিলি লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় হাজার টাকা। এ ঘটনায় উল্লেখিত দুইজনকে আটক করাসহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৫। তারিখ-০৪/০২/২০১৯ইং। উপ-পরিদর্শক (এসআই) মো. হুসাইন কবীর বলেন, গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানিয়ে থানায় জিডিমূলে ওই মাদক বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত মাদক চোলাই মদ জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। ওসি শেখ নাসিম হাবিব বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই অভিযান চালিয়ে মাদক জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১