বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০১৯

গোপালগঞ্জ সড়কে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জ সড়কে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ছবি : বাংলাদেশের খবর


গোপালগঞ্জ সদর উপজেলায় বাস খাদে পড়ে বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন-গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম ও কোটালীপাড়ার মোমেনা বেগম (২৬)।

সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার খেলনা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১০ জন। তাদের সদর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১