বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০১৯

৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ

১০ মার্চ ৮৭ উপজেলায় ভোট প্রতীকী ছবি


পাঁচ ধাপে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের চারটি বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় এই ভোটগ্রহণ নেওয়া হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুন ভোটের সম্ভাব্য দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) ৪৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, পাঁচ ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ হবে। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে হলে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।

ইসি সচিবের তথ্যানুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপের চার বিভাগের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার সব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাড়া সব উপজেলা ও জামালপুরের সব উপজেলায়, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাদ দিয়ে সব উপজেলায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ বাদ দিয়ে সব উপজেলায় নির্বাচন হবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদ দিয়ে সব উপজেলায়, জয়পুরহাটের সব উপজেলায়, নাটোরের নলডাঙ্গা বাদ দিয়ে সব উপজেলা এবং রাজশাহী জেলার সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১