বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

চাঁদপুরে ২৫০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা

চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসক রোগী দেখছেন প্রতিনিধির পাঠানো ছবি


চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় থেকে বিকেল পর্যন্ত চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক ও  চাঁদপুর জমিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।

তিনি জানান, চাঁদপুর জমিন হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে যাচেছ। এই ধরনের চিকিৎসা সেবা হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।

চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ৪০জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজী মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১