বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

সেনবাগে দুই বিদ্যুৎ কর্মীকে আটকে রেখে মারধর


নোয়াখালীর সেনবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সেনবাগ পল্লী বিদ্যুতের দুই টেশনিশিয়ানকে ৩ ঘণ্টা আটকে রেখে মারধর ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে। পরে খবর পেয়ে রাতে সেনবাগ থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে মো. সামছুল আলম ও মনিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় দেবীসিংহপুর গ্রামের আবদুল জব্বার মুন্সীর ছেলে আবদুল আহাদ প্রকাশ হারুন (২৮) ও আলাউদ্দিন বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারী কেউ গ্রেফতার হয়নি।

সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) বিজয় চন্দ্র সাহা জানান, শনিবার বিকেলে নবীপুর ইউপির দেবীসিংহপুরে আবদুল আহাদ প্রকাশ হারুন ও তার বাবা বিদ্যুৎ সঞ্চালন লাইনে অবৈধভাবে হুক লাগিয়ে মোটর চালাচ্ছিলেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের দুই টেকনিশিয়ান সামছুল আলম ও মনিরুল ইসলাম অবৈধ লাইনটি কেটে ফেলার সময় হারুন তাদের ওপর হামলা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে বিকেল ৪টা থেকে রাত ৭ টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের সহযোগীতায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাদেরকে উদ্ধার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১