আপডেট : ০৩ February ২০১৯
নোয়াখালীর সেনবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সেনবাগ পল্লী বিদ্যুতের দুই টেশনিশিয়ানকে ৩ ঘণ্টা আটকে রেখে মারধর ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে। পরে খবর পেয়ে রাতে সেনবাগ থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে মো. সামছুল আলম ও মনিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় দেবীসিংহপুর গ্রামের আবদুল জব্বার মুন্সীর ছেলে আবদুল আহাদ প্রকাশ হারুন (২৮) ও আলাউদ্দিন বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারী কেউ গ্রেফতার হয়নি। সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) বিজয় চন্দ্র সাহা জানান, শনিবার বিকেলে নবীপুর ইউপির দেবীসিংহপুরে আবদুল আহাদ প্রকাশ হারুন ও তার বাবা বিদ্যুৎ সঞ্চালন লাইনে অবৈধভাবে হুক লাগিয়ে মোটর চালাচ্ছিলেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের দুই টেকনিশিয়ান সামছুল আলম ও মনিরুল ইসলাম অবৈধ লাইনটি কেটে ফেলার সময় হারুন তাদের ওপর হামলা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে বিকেল ৪টা থেকে রাত ৭ টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের সহযোগীতায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাদেরকে উদ্ধার করে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১