আপডেট : ০৩ February ২০১৯
বগুড়ায় মা’কে হত্যা করায় মোঃ রায়হান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালত এই রায় দেন। মৃত্যুদল্ডপ্রাপ্ত রায়হান বগুড়ার কাহালু উপজেলার নরহট্ট ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। মামলা সুত্রে জানা যায়, কাহালু উপজেলার বাথুই গ্রামের রায়হান কাজীপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তার পিতা-মাতা থাকতেন বাথুইগ্রামে। মা রওশন আরার নিকট জমি দাবি করে রায়হান ২০০৯ সালের ৯ জুলাই সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে নিজের পিতাকে মারপিট শুরু করে। এসময় তার মা বাধা দিলে সে মা’কে মারপিট ও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রওশন আর মারা যান। এব্যাপারে নিহত রওশন আরার মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য শেষে আদালত আজ রবিবার এ রায় ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১