বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

সাঁথিয়ার যুবক উল্লাপাড়া ট্রেনের ধাক্কায় নিহত

উল্লাপাড়ায় ট্রেনের ধক্কায় নিহত রিপন ছবি : বাংলাদেশের খবর


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় সাঁথিয়ার যুবক নিহত হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলক্রসিংয়ের সময় এ দূর্ঘনাটি ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত  রিপন (২১) যুবক পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন হাড়িয়া গ্রামের সুশান্তর ছেলে।

ওসি হারুন মজুমদার জানান, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ পারাপাড় হওয়ার সময় ঢাকাগামী লালমনি এক্রপ্রেসের ইঞ্জিনের ধাক্কা লাগে রিপনের।এতে ঘনাস্থলেই তিনি নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।উক্ত ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহত যুবকের দাদা লিমন সরকার জানান, রবিবার সকালে আমরা সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের নিকট হতে লাশ বুঝেনিয়ে সৎকার করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১