বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

বকশীগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা

বকশীগঞ্জের কামালপুর বাজারে সরকারি জমি দখল করে নির্মিত স্থাপনা ছবি : বাংলাদেশের খবর


বকশীগঞ্জের কামালপুর বাজারে সরকারি জমি দখলের হিড়িক পড়েছে। প্রভাবশালীরা সরকারী জমি অবৈধভাবে দখল করে প্রশাসনের নাকের ডগায় গড়ে তুলেছেন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। তাদের বিরুদ্ধে ইজারাদারকে হুমকি ও টোল না দেয়ারও অভিযোগ রয়েছে। ইজারাদার সরোয়ার আলম খোকন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার কামালপুর বাজারে সরকারি বাণিজ্যিক জমি মৃর্ধাপাড়া গ্রামের ছাইরুদ্দীনের ছেলে প্রভাবশালী ব্যবসায়ী মোজা মিয়া জবর দখল করে অবৈধভাবে একাধিক স্থাপনা নির্মাণ করেছেন। ধানুয়া কামালপুর ভূমি অফিসের সামনেই সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলেও ভূমি অফিসের ভূমিকা রহস্যজনক। অজ্ঞাত কারনে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা।

এছাড়া কামালপুর বাজারের সরকারি জমি জবর দখল হওয়ায় হাটবাজারের স্থানীয় ইজারাদারের টোল আদায়েরও দারুন বিঘ্ন ঘটছে। হাটের ইজারাদার সরকারি জমি উদ্ধারের জন্য লিখিত ভাবে দাবি জানিয়েছেন। কিন্তু উদ্ধার প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

এ ব্যাপারে কামালপুর হাট বাজারের ইজারাদার সরোয়ার আলম খোকন জানান, সরকারি বিধি মোতাবেক কামালপুর বাজার ইজারা নেওয়া হয়। কিন্তু জবর দখলকারিদের দাপটে কামালপুর হাটবাজারে টোল আদায় করা সম্ভব হচ্ছেনা। ফলে সরকারি রাজস্ব ঘাটতির পাশাপশি আমরাও দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, প্রশাসনিক ভাবে কামালপুর বাজারে সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম শুরু হলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন বলেন, সরকারি জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া অব্যহত আছে। কামালপুর বাজারেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পদ উদ্ধার করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১