বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

আইজিপি ব্যাজ পাচ্ছেন ওসি এজাজ শফী

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী ছবি : বাংলাদেশের খবর


কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পাচ্ছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী। আগামী ৬ ফেব্রুয়ারি তাকে এ ব্যাজ প্রদাণ করা হবে।

২০১৮ সালে সার্বিক কাজের মূল্যায়নে ওসি এজাজ শফী এ পদকের জন্য মনোনীত হয়েছেন। উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিমান বন্দর থানাধীন খিলক্ষেত বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাতনাম মস্তক বিহীন তরুনীর লাশ উদ্ধারের ঘটনায় আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লাশ সনাক্তকরণ, আসামী গ্রেফতার ও খুনের রহস্য উদঘাটন, হজ্জ ক্যাম্পে নিষ্ঠা ও বিচক্ষনতার সাথে দায়িত্বপালন করে হজ্জযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করা, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় ডাকাতির প্রস্তিুতিকালে ডাকাতদের অস্ত্রসহ গ্রেফতার, চলন্ত বাসে যৌন নিপীড়নকারী যুবককে গ্রেফতার, সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার, দৌলতদিয়া ঘাট এলাকা থেকে একাধিক ছিনতাইকারী গ্রেফতার, মাথায় আঘাত পেয়ে গৃহবধু জরিনা নিহত হওয়ার ঘটনায় স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ ও পরবর্তীতে ঘটনাটি খুন প্রমানিত হওয়া, গোয়ালন্দে চাঞ্চল্যকর মঞ্জু হত্যা রহস্য উদঘাটন ও সকল আসামীকে গ্রেফতার, দৌলতদিয়া যৌনপল্লী থেকে বেশ কয়েকটি কিশোরী-তরুনীকে উদ্ধার, অস্ত্রসহ চরমপন্থী দলের সদস্য গ্রেফতারসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পেয়েছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী বলেন, সকল পুলিশ সদস্য ও অন্যান্য সকলে সর্বাত্মক সহযোগিতায় আন্তরিকতার সাথে কাজ করে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। তিনি আরে বলেন ‘এর আগেই আমি বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পদক পেয়েছি। এবার আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছি। এ জন্য আমি আনন্দিত এবং সকল অফিসার ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১