বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৯

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় নিহত ১

কুড়িগ্রাম ম্যাপ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৫০)। তিনি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানান, জয়মনিরহাট বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী গরু বোঝাই ট্রাক সোহেল এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ট-১৬-৫৮৫৪) পিছন থেকে আব্দুল হামিদকে ধাক্কা দেয়, এতে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের নিচে চলে যায় এবং ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো আরো জানান, চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী রায়গঞ্জ ব্রীজের কাছে ট্রাকটিকে আটক করে। 

অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ট্রাকটি থানায় রাখা হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১