আপডেট : ০২ February ২০১৯
বাণিজ্যিক ভিত্তিতে মুরগী উৎপাদনকারী উত্তরাঞ্চলের ৫ শতাধিক খামারীদের নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে খামারী উদ্বুদ্ধকরণ কর্মশালা। আজ শনিবার বেলা ১১টা হতে বেলা ৩টা পর্যন্ত চার তারকা হোটেল নাজ গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন শেখ, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, জেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি সার্জন সাইদুল ইসলাম। কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের ৫ শতাধিক খামারী অংশ নেন।
খামার করে সঠিক পরিচর্যার মাধ্যমে মুরগী উৎপাদন সহ খামারীদের লাভবান হবার কৌশল জানাতে বগুড়া সহ উত্তরাঞ্চলের খামারীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি)। এআইটি'র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন মাইশা এন্ড রাহাদ এন্টারপ্রাইজের প্রোপাইটার আলহাজ্ব মোঃ আঃ রাজ্জাক (রতন)। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে খামারীদের মাঝে সঠিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন এআইটি'র হেড অব মার্কেটিং এন্ড সেলস্ মোঃ রেজাউল হাছান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১