বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০১৯

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে

নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশ-বিদেশে চিঠি দিয়েছেলো বিএনপি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই দেশ-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে দলটি।

আজ শনিবার বেলা ১১ টার সময় নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।

কাঁচপুর সেতুর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান তিনি।

এসময় কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করা হবে। অপর দুইটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১