আপডেট : ০২ February ২০১৯
রংপুরে ১শে মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপন্নে পাওয়ার প্ল্যান্ট স্থাপনে আনন্দ এগ্রো ফার্ম ও মালয়েশিয়ার ওসিকে গ্রুপ বারহাদের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মালয়েশিয়ার শাহ আলমে ওসিকে গ্রুপ বারহাদের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আনন্দ এগ্রো ফার্মের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী এবং ওসিকে গ্রুপ বারহাদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে। রংপুরের গঙ্গাছড়া উপজেলার মুটুকপুরে হতে যাওয়া পাওয়ার প্ল্যান্টটিতে চুক্তি অনুযায়ী মালয়েশিয়ান ঐ কোম্পানি ১শ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আনন্দ এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে বিদেশি বিনিয়োগকারীদের দেশে নিয়ে যেতে চাই। একই সঙ্গে আমাদের দেশে অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ভাবনা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাফল্য বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নযাত্রায় সহযোগী হয়ে নিজ অবস্থান থেকে সাধ্যমতো দায়িত্বপালনে অঙ্গীকারাবদ্ধ। বিদ্যুৎ হচ্ছে উন্নয়নের প্রধান সহায়ক। বিদ্যুৎ ছাড়া শিল্প কারখানা এবং আধুনিক জীবনযাত্রার কথা কল্পনাই করা যায় না। তাই সরকারের যুগান্তকারী পদক্ষেপ বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি উদ্যোগের সফলতাকে স্বাগত জানাচ্ছি। অন্যদিকে মালয়েশিয়ার ওসিকে গ্রুপ বারহাদের প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে জানান, বাংলাদেশে সোলার পাওয়ারের চাহিদা ব্যাপক হওয়ায় আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং পর্যায়ক্রমে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকে রংপুরের তিস্তা নদীর চরাঞ্চলে সোলার পাওয়ার প্লান স্থাপনের মাধ্যমে অবহেলিত একটি চর এলাকা নাগরিক সুবিধা-সম্পন্ন কৃষিভিওিক শিল্প শহরে পরিণত করার কাজ করছে সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্ঠি হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১