বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০১৯

অন্তঃসত্ত্বা নন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ছবি : ইন্টারনেট


মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া— এমন খবরই ছড়িয়ে পড়েছে বিটাউনে। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। তাই তড়িঘড়ি করে বিয়ের পর্ব সেরে ফেলেছেন। এমন খবরও প্রকাশ হয়েছে বলিউডের বিভিন্ন গণমাধ্যমে।

এমন বিভিন্ন তথ্যের ব্যাপারে এতদিন চুপ ছিলেন সাবেক এ বিশ্ব সুন্দরী। এবার মুখ খুলেছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াঙ্কা। তিনি অন্তঃসত্ত্বা নন, সেটার প্রমাণ দিয়েছেন নিজেই। সাক্ষাৎকারে মার্কিন সমাজকর্মী ও উপস্থাপিকা এলেন ডিজেনারেসের এক প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি শিশুদের অসম্ভব ভালোবাসি। আমার বন্ধু মেগান মর্কেলের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। তাই হয়তো অনেকে এমনটা মনে করেছিলেন। আমার সব বন্ধুই মা হতে চলেছেন, আমারও বেশ ইচ্ছা করে, আমিও মা হই। সেই কথারই ভুল অর্থ বের করা হয়েছে।’

বিয়েতে আপনার মা কেন মনমরা ছিলেন? উপস্থাপিকার এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘মাত্র ২০০ জন অতিথি ছিলেন আমার বিয়েতে। ভারতীয় বিয়েতে সাধারণত হাজার জন আমন্ত্রিত থাকেই। মা অনেক বন্ধুকে ডাকতে পারেনি।’

প্রিয়াঙ্কা মা হওয়ার গুঞ্জনটা শুরু হয়েছিল নিকের সঙ্গে প্রিয়াঙ্কার একটি ছবি দেখে। নিক প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘নিক একজন সুন্দর মনের সহজ-সরল মানুষ। সেই কারণেই তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। এত বছর বিনোদনের জগতে থেকেও নিক তার পরিবার ও বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল, এতেই মন ভরে গিয়েছে আমার।’

আলোচনার এক ফাঁকে প্রিয়াঙ্কা বলেন, ‘এবার আমি টেলিভিশনের সামনেই প্রমাণ করব যে, আমি অন্তঃসত্ত্বা নই।’

তারপর প্রিয়াঙ্কা অ্যালকোহল জাতীয় পানি পান করে বলেন, ‘অন্তঃসত্ত্বা হলে আমি কখনো অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না। এবার বিশ্বাস হলো তো?’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১