আপডেট : ০২ February ২০১৯
গত ১৪ বছর ধরে বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ইন্স্যুরেন্স কর্মকর্তা মেরি পেরেলো। অবশেষে তাদের মধ্যে আংটি দেওয়া-নেওয়া হয়ে গেছে; কিন্তু সেটি আরো আট মাস আগে। অবাক করা ব্যাপার হলো দীর্ঘ আট মাস ব্যাপারটিকে গোপন রেখেছেন নাদাল-মেরি দম্পতি। ইংলিশ দৈনিক ডেইলি মেইল লিখেছে, চলতি বছরের শরৎকালেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলবেন তারা। মূলত ২০১৮ সালের মে মাসে মেরির সঙ্গে এক রোমান্টিক ভ্রমণের সময়েই আংটি অদল-বদল হয় তাদের মাঝে। ৩০ বছরের মেরি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন এবং তিনি ব্যবসায় শাখা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। রাফায়েল নাদাল ফাউন্ডেশনের সঙ্গে ১০ বছর ধরে যুক্ত আছেন মেরি। ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সময়ে মূলত আলোচনায় আসে তাদের প্রসঙ্গ। তখনই নাদাল তাকে পরিবারের একজন অভিহিত করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। কিন্তু এটাও স্বীকার করেন, টেনিসে মনোযোগ দেওয়ার জন্য পরিবার নিয়ে চিন্তা করার সময় খুঁজে পাওয়াটা তার জন্য কষ্ট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১