বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০১৯

প্রাবন্ধিক অনু হোসেন আর নেই

প্রাবন্ধিক অনু হোসেন ছবি : বাংলাদেশে খবর


প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. অনু হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৫টা ২২ মিনিটে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলা একাডেমির সহ-পরিচালক ইমরুল ইউসুফ এ খবর নিশ্চিত করে জানান, সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনু হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। মিরপুরে পারিবারিকভাবে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

গত অক্টোবরে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাকে প্রথমে ভারতের মুম্বাইয়ে নেওয়া হয়।  সেখানে ক্যানসারের চতুর্থ স্টেজ ধরা পড়ায় ডাক্তাররা তাকে কলকাতা টাটা মেমোরিয়ালে পাঠান। কলকাতা থেকে ফেরত পাঠানোর পর ডেল্টা হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে শুরু হয় কেমোথেরাপি। তিনটি থেরাপি নেওয়ার পর গত বুধবার রাতে অস্ত্রোপচার হয়। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১