বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০১৯

 মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’


শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারি। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা পরীমণি। এ ছবিতে সালমান শাহ-শাবনূর অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে’ গানটি ব্যবহূত হয়েছে। এর আগে গানটি গেয়েছিলেন আগুন ও সাবিনা ইয়াসমিন। এই সিনেমার জন্য গানটি নতুন করে গেয়েছেন ইমরান ও খেয়া।

ছবিটি প্রসঙ্গে শামীমুল ইসলাম শামীম বলেন, ‘আমার প্রেম আমার প্রিয়া আমার স্বপ্নের ছবি, আমার অনেক সাধনার ছবি, আমার অনেক কষ্টের ছবি। এই ছবি নির্মাণ করতে গিয়ে অনেক শ্রম দিয়েছি। যারা এতে অভিনয় করেছেন তাদের প্রত্যেকের কাছে ঋণী। কারণ তাদের আন্তরিকতার কারণেই এ ছবিটি হয়ে উঠেছে আমার প্রাণের। রোমান্টিক গল্প-নির্ভর এই ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আমার বিশ্বাস ছবিটি দেখতে দর্শক হলমুখী হবেন।’

ছবিটি পরিবেশনায় থাকছে ‘হার্টবিট প্রোডাকশন’। এরই মধ্যে প্রায় ২০টি হল চূড়ান্ত হয়েছে। এদিকে, ‘হার্টবিট প্রোডাকশন’ থেকে আগামী মার্চ মাসে শামীমুল ইসলাম শামীম তার নতুন ছবি ‘মিশন শূন্য’ নির্মাণ করতে যাচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১