বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০১৯

রাণীনগরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু প্রতীকী ছবি


নওগাঁর রাণীনগরে মটরসাইকেলের ধাক্কায় খয়বর আকন্দ (৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল গেটের মোড়ে এ দূর্ঘটনা ঘটে ও রাতে তার মৃত্যু হয়। রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান খয়বর আকন্দের মৃত্যু খবর নিশ্চিত করেছেন।

খয়বর আকন্দ উপজেলার চকমুনু আকন্দপাড়া গ্রামের মৃত অবির আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদরের হাসপাতাল গেটের মোড়ে একটি দোকান থেকে খয়বর আকন্দ বের হয়ে রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় একটি মটরসাইকেল এসে খয়বর আকন্দকে ধাক্কা মারে সে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করালে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১