আপডেট : ২৯ January ২০১৯
হচ্ছে ব্যাপক তুষারপাত, বরফে ঢাকা পথ- তারপরও থেমে যায়নি বিয়ে। কনকনে শীতে বরফের ওপর দিয়ে ৬ কিলোমিটার পথ হেঁটে ২৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গিয়ে বিয়ের আসরে বসেন সৈনিক বর। ঘটনাটি ভারতের হিমালয়ঘেঁষা রাজ্য উত্তরাখণ্ডের। বিয়েটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দবাজার পত্রিকা। গত শুক্রবার এ বিয়ে হয়। উত্তরাখণ্ডের মতো এলাকায় একটি বিয়ে অনুষ্ঠানে মাত্র ২৫ জন বরযাত্রী খুবই বিরল। তার ওপর প্রচণ্ড তুষারপাত, বরফে ঢাকা পথ- সব মিলে কঠিন পরিস্থিতি। তা-ও পিছপা হননি বর। রাজ্যের ত্রিইয়ুগিনারায়ণ গ্রাম থেকে প্রায় ৮০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়ি মাকু মঠের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। কিন্তু তুষারপাত ও বরফের কারণে পথে গাড়ি আটকে যাওয়ায় লোকজন ফিরে আসতে বাধ্য হন। বরের ভাই আশিষ গায়রোলা বলেন, ২০০২ সালে এমনই একটি বিয়ের অনুষ্ঠান দেখেছিলাম। আজ আমাদের পরিবারে তেমন ঘটনা ঘটল। মজার বিষয় হলো- সে সময়ের বরও ছিলেন সেনাসদস্য। যেমনটি আমাদের বরও। বিয়ের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১