বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০১৯

বাঁধাকপির দাম ৮৩ হাজার টাকা!


যুক্তরাষ্ট্রে প্রতিবছরই স্কুলস্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সবজি ফলানোর প্রতিযোগিতা হয়। স্কুলে এ সংক্রান্ত কর্মসূচি চলে বছর ধরেই। এ বছর ন্যাশনাল বনি প্ল্যান্টস থার্ড গ্রেড ক্যাবেজ প্রোগ্রামের অংশ হিসেবে একটি বিশালাকার বাঁধাকপি ফলিয়ে সবুজ সবজি প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে পেনসিলভানিয়ার চতুর্থ শ্রেণির এক ছাত্রী। খবর বিবিসি।

পিটাসবার্গের পেবলস এলিমেন্টারি স্কুলের ওই ছাত্রীর নাম লিলি রিয়েস। বিশালাকার এই বাঁধাকপির জন্য এক হাজার ইউএস ডলার পুরস্কার পেয়েছে (বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকা) সে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত লিলি জানায়, এই বাঁধাকপি ফলানোর জন্য আমি বিশেষ কিছু করিনি। সবজি বাগানে প্রচুর রোধ আসত। আমি শুধু নিয়ম করে প্রতিদিন প্রচুর পানি দিয়েছি। লিলির মা মেগান রিয়েস বলেন, বাঁধাকপি এত বড় হতে পারে- এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমার মেয়ে এতে প্রতিদিন পানি দিত। আমরা সবাই বাঁধাকপিটির একটু একটু করে বড় হওয়া দেখেছি। পেনসিলভানিয়ার ওই সবজি ফলানো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩২ হাজার শিক্ষার্থী। প্রতিযোগিতায় লিলির বাগানের বাঁধাকপি সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১