আপডেট : ২৯ January ২০১৯
পরিবর্তনের পালাবদলে সবকিছুতেই লাগছে বদলে যাওয়ার হাওয়া। সরকারের প্রশাসনিক নানা স্তরে এই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার দেশের পুলিশ বিভাগেও পরিবর্তনের নতুন বার্তা এলো। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন- ‘পুলিশ এখন আর ফোর্স নয়, একটি সার্ভিস’। দেশের সাধারণ মানুষের সার্বিক সেবা নিশ্চিত করতে পুলিশের কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন এই পুলিশ কর্মকর্তা। গতকাল সোমবার পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘আমরা জনগণের সেবা দেব, জনগণ যেন কোনো কারণেই কষ্ট না হয়। সে কষ্টের বিষয়গুলো আমরা খুঁঁজে বের করব এবং আমরা সেই কাজগুলো করব। আজকে সাধারণ মানুষ যে মাদকাসক্ত হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। সাধারণ মানুষ থানায় গেলে জিডি করতে সময় লাগছে, মামলা করতে দেরি হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে বিদেশ যাবে, তাতে দেরি হচ্ছে। সেগুলোর কারণে আজকের বাংলাদেশ পুলিশ আগের তুলনায় অনেক সচেতন হয়েছে।’ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ নারায়ণগঞ্জ শহীদ মিনার চত্বরের এই অনুষ্ঠানে আরো বলেন, ‘এই শহীদ মিনারে আমরা আজ থেকে এক মাস আগে ঘোষণা করেছিলাম যে, আমরা জনগণের সেবা দিতে চাই। আমরা যানজট নিরসনের কথা বলেছিলাম। আমরা এই চাষাঢ়া মোড়, আশপাশের এলাকায়, বঙ্গবন্ধু সড়ক এবং এসপি-ডিসি অফিস পার হয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত আমরা চাচ্ছি যে, গাড়িগুলো চলাচল করবে এবং আপনারা দেখেছেন যে, এসব রাস্তায় গাড়ি চলতে পারত না, রাস্তাগুলো দখল করে নিত হকাররা। আমরা হকার ভাইদের বলেছি, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, গাড়ি চলাচল করবে, সে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। হকার ভাইদের ধন্যবাদ জানাই, তারা কিন্তু আমাদের কথা রেখেছেন।’ এই কর্মকর্তা ওই এলাকার বিভিন্ন বিষয়ের অসঙ্গতি ও দুর্নীতি নিয়ে কথা বলেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নূরে আলম, মো. ফারুক হোসেন, সুভাস সাহা ও মো. মেহেদী ইমরান সিদ্দিকীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১