বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০১৯

৩৭তম বিসিএস থেকে নন ক্যাডার নিয়োগের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ সরকারী কর্ম কশিশন সংরক্ষিত ছবি


৩৭তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন ক্যাডার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্র বলছে, এরই মধ্যে কমিশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বেশকিছু নন ক্যাডার শূন্য পদের চাহিদাও এসেছে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, আমরা বেশকিছুু প্রথম ও দ্বিতীয় শ্রেণির (নন ক্যাডার) শূন্য পদের তালিকা পেয়েছি। তালিকা অনুসারে প্রথম শ্রেণির পদের চাহিদা প্রায় ৭০০। দ্বিতীয় শ্রেণির পদের চাহিদা প্রায় ৩০০। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ আছে প্রায় আড়াই হাজার। কমিশন যে চাহিদা পেয়েছে, সেখানে প্রতিটি পদের বিপরীতে শর্ত আছে। শর্ত মিলে গেলেই নিয়োগ দেওয়া সম্ভব হবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাইলেই সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। বিভিন্ন শর্ত মিলে গেলে নিয়োগ দেওয়া যাবে। অপেক্ষমাণ তালিকা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়োগ দিতে তারা চেষ্টা করেন। শর্ত না মিললে নিয়োগ দেওয়া সম্ভব হয় না। যেমন- কোনো পদের জন্য বিজ্ঞান থেকে পাস করা প্রার্থী দরকার। সেখানে বিজ্ঞানের প্রার্থী না পেলে সমাজবিজ্ঞানের প্রার্থীকে চাকরি দেওয়া সম্ভব হয় না। এভাবে বেশকিছু প্রার্থী বাদ পড়েন।

প্রসঙ্গত, ৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬টি পদের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন, কারিগরি ক্যাডার হয়েছেন ৩১৬ জন। শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২১০ জন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। এরপর ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় একই বছরের ২৩ মে। লিখিত পরীক্ষায় ৮ হাজার ৩১ জন অংশ নিয়ে পাস করেন ৫ হাজার ৩৭৯ জন। ৩৭তম থেকে নন ক্যাডার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১