বাংলাদেশের খবর

আপডেট : ২৭ January ২০১৯

সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা প্রতীকী ছবি


নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৪৫) গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ওই ইউনিয়নের বালাপাড়া এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতো স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে আজ রোববার (২৭ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।

ওসি শাহজাহান পাশা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১