আপডেট : ২৫ January ২০১৯
রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মিরপুর-১ নম্বরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিদ্দিক মিয়া (৬০)। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলুন ফোলানোর কাজে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত হন সিদ্দিক ও এক ছাত্রী। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিদ্দিককে একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১