আপডেট : ২৫ January ২০১৯
মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন পাহাং প্রদেশের সুলতান আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দেশটির শাসক পরিষদের (কাউন্সিল অব রুলারস) সুলতানরা তাকে নতুন রাজা হিসেবে বেছে নেয়। বিবিসির খবর। ব্রিটেনের ওয়েস্ট মিনস্টার পার্লামেন্টারি সিস্টেম ধারার সরকার ব্যবস্থায় পরিচালিত মালয়েশিয়ায় রয়েছে প্রতীকী রাজতন্ত্র। ১৯৫৬ সালে ব্রিটিশ উপনিবেশের কবলমুক্ত হওয়ার পর দেশটির রাজ্যগুলোর অস্তিত্ব বিলোপ করে ৯ মালয় প্রদেশের সুলতানের সমন্বয়ে গঠন করা হয় ‘কাউন্সিল অব রুলারস’। এই কাউন্সিলের সদস্যরাই রাজা নির্বাচিত করেন। প্রতি ৫ বছর পর পর দেশটিতে নতুন ‘ইয়াং দি-পারতুয়ান আগং’ নির্বাচনের রীতি থাকলেও মেয়াদের অর্ধেকেরও বেশি সময় বাকি থাকা অবস্থাতেই সিংহাসন ছাড়লেন সুলতান মোহাম্মদ। দেশের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দফতরের কর্মকর্তাদের নিয়োগে ভেটো দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে মালয়েশিয়ার রাজার। তাছাড়া আদালতে দোষী সাব্যস্ত নাগরিকদের সাধারণ ক্ষমা ঘোষণারও এখতিয়ার রয়েছে তার। গত বছরের মে মাসে জাতীয় নির্বাচনের পর তখনকার রাজা মোহাম্মদ পঞ্চম এ ক্ষমতাকে কাজে লাগিয়ে কারাবন্দি বর্ষীয়ান রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিমের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষমাণ আছেন আনোয়ার ইব্রাহিম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১