বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

আজ উন্মাদ


রাফিদ, ফারিন, নিঝুম ও অরণ্য চারজন খুব ভালো বন্ধু। তাদের এই গ্রুপ বা গ্যাংয়ের নাম ম্যাডনেস। কোনো বন্ধু-বান্ধব তাদের গ্যাংয়ে নট এলাউড। গ্যাংয়ের সবাই খুব অ্যাডভেঞ্চার প্রিয়। দেশের প্রায় সব জায়গা চষে বেড়ানো শেষ। তাই প্রথমবারের মতো তারা দেশের বাইরে এসেছে ট্রাভেল করতে। সবাই খুব এক্সাইটেড, হিউজ প্ল্যান সবার মাথায় কী করবে না করবে? নেপালে পা দেওয়ার পর থেকেই ওদের উন্মাদনা শুরু হয়ে যায়। সেলফি তোলা, ছোটাছুটি করা সব কিছুতেই আল্টিমেট বাউন্ডলেস ফ্রিডম। এমনই গল্পে ‘উন্মাদ’ শিরোনামের একটি নতুন নাটক নির্মাণ করেছেন নাজমুল রনি। ফ্যাক্টর থ্রি সলিউশনের প্রযোজনায় নাটকটির গল্প লিখেছেন রিফাত আদনান পাপন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌসুমি হামিদ, অবাক, পীরজাদা হারুন, রিমি করিম প্রমুখ। আজ রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১