আপডেট : ২৫ January ২০১৯
রংপুরে তিস্তা সেচ ক্যানেলের পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণকৃত বোরো ধানের চারা। জেলার গঙ্গাচড়ায় গত ৪ দিন ধরে প্রায় ৫০ একর জমির বোরো চারাগুলো পানির নিচে। ফলে চারাগুলো পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য কৃষকরা ওই ক্যানেলের দায়িত্বে থাকা রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীকে দায়ী করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ক্ষতি পূরণ দাবি করেছেন কৃষকরা। জানা গেছে, উপজেলার বড়বিল ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোয় চলতি বোরো ধানের চারা রোপণ করেন কৃষকরা। ওইসব এলাকায় তিস্তার সেচ ক্যানেল রয়েছে। গত রোববার সকালে ক্যানেলের পানিতে প্রায় ৫০ একর বোরো চারা তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় গত ৪ দিন ধরে চারাগুলো পানিতেই তলিয়ে আছে। ফলে কৃষকদের প্রায় ৫০ একর জমির রোপণকৃত চারা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক রিপন, রশিদ ও মজিদসহ অনেকে জানান, সেচ ক্যানেলের দায়িত্বে থাকা রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী বরকত আমিন তাদের না জানিয়ে নিজের ইচ্ছামতো গত শনিবার রাতে ক্যানেলের পানি ছেড়ে দেন। কিন্তু পানি বের হওয়ার পয়েন্ট বন্ধ থাকায় ক্যানেল ভরাট হয়ে পাশের নিচু জমিতে রোপণকৃত বোরো চারা তলিয়ে যায়। রোববার সকালে ধানের চারা তলিয়ে যাওয়ায় প্রকৌশলী বরকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোনো সাড়া দেননি। ক্ষতির জন্য তাকেই দায়ী করছেন কৃষকরা। এ ব্যাপারে প্রকৌশলী বরকত আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১