বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০১৯

উইমেন এমপাওয়ারমেন্টস প্রিন্সিপালস লিডারশিপ অ্যাওয়ার্ড জয়

ইয়াশা সোবহানের মুকুটে আরেকটি পালক

পাকল

সিঙ্গাপুরের ম্যারিনা বে সেন্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে পুরস্কার গ্রহণ করেন কুয়াশা সোবহান ছবি : বাংলাদেশের খবর


এগিয়ে যাচ্ছেন দেশের নারীরা। নিজেদের মেধা, পরিশ্রম আর যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন ঘরে-বাইরে সমান তালে। মহলের মহিলা থেকে হয়ে উঠছেন আন্তর্জাতিক অঙ্গনের নানা খাতের নেতা। শিল্প-সাহিত্য, রাজনীতি, অর্থনীতিতে রাখছেন দৃষ্টান্তমূলক অবদান। বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান তাদেরই একজন। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তার কাজ আজ স্বীকৃত ও সমাদৃত। তাই নিজের অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকায় আবারো জিতেছেন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড। সেরা ব্র্যান্ড তৈরিতে অসামান্য অবদান রাখায় তিনি জিতেছেন ‘ব্ল্যাকসোয়ান উইমেন এমপাওয়ারমেন্টস প্রিন্সিপালস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৯৮’। সিঙ্গাপুরের ম্যারিনা বে সেন্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে ২১ জানুয়ারি এশিয়ার শীর্ষ ব্যবসায়ী ও ব্র্যান্ডগুলোকে নিয়ে আয়োজিত তৃতীয় এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন।

ইউআরএস-এশিয়াওয়ান ম্যাগাজিন এবং ইউআরএস মিডিয়া কনসালটিং পিএল আয়োজিত ব্যবসায়ীদের এ সম্মেলনে লালগালিচায় বরণ করে নেওয়া হয় ৩০০ ব্যবসায়ী, কূটনীতিক, সরকারি পদস্থ কর্মকর্তা, সামাজিক নেতা ও উদ্যোক্তাকে। ইয়াশা সোবহান ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান ও সেগুলোর নেতৃস্থানীয়দের পুরস্কারে ভূষিত করা হয়।

এশিয়াওয়ান ম্যাগাজিনের প্রধান সম্পাদক অণম কুমারের সঞ্চালনায় দুই পর্বে প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন সিঙ্গাপুরে নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমির আজওয়াদসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃস্থানীয়রা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিঙ্গাপুরের সংসদ সদস্য তে তেক গুয়ান, সিঙ্গাপুরে আরব আমিরাতের কূটনীতিক ড. মোহাম্মদ ওমর আবদুল্লাহ, লাওসের কূটনীতিক খোনেপেং থামাভোং প্রমুখ। শুভেচ্ছা জানাতে ভিডিওবার্তা পাঠান ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিণী কুমার চৌবি।

এর আগে বাংলাদেশ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ পুরস্কার পেয়েছেন ইয়াশা সোবহান। বিপণন, পরিচালনা ও শিল্প খাতে বিশেষ অবদান রাখায় তিনি ওই পুরস্কার অর্জন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১